সাহিত্যিক কাহলিল জিবরানের জন্মদিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ লেবানিজ কবি, দার্শনিক, লেখক ও শিল্পী কাহলিল জিবরানের জন্মদিন। ১৮৮৩ সালের আজকের এই দিনে বর্তমান লেবাননে জন্মগ্রহণ করেন এই মকর রাশির জাতক। যুক্তরাষ্ট্র অভিবাসী এই লেখক শিল্পকলা নিয়ে সেখানেই পড়াশোনা করেন। মূলত এ সময় থেকেই তাঁর সাহিত্য জীবনের শুরু হয়।

 

১৯২৩ সালে ‘দ্য প্রফেট’ ইংরেজি বইটির কারণে ইংরেজিভাষী বিশ্বে কাহলিল জিবরান বেশ জনপ্রিয় হন। তিনি মূলত ইংরেজি ও আরবি দুই ভাষাতেই লিখতেন। তাঁর বই এতটাই জনপ্রিয় ছিল যে উইলিয়াম শেকসপিয়ার ও লাউযির পর তিনিই তৃতীয় বহুল বিক্রীত বইয়ের কবি ছিলেন।

 

ম্যাডম্যান, দ্য প্রফেট, স্যান্ড অ্যান্ড ফোম, গার্ডেন অব প্রফেট, ব্রোকেন উইংস, দ্য ফোররানার, দ্য ওয়ান্ডারার কাহলিল জিবরানের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।

 

১৯৩১ সালে মৃত্যু হয় এই গুণী ব্যক্তিত্বের। লেবাননে এখনো তাঁকে সাহিত্যের বীর হিসেবে স্মরণ করা হয়।

সূত্র: এনটিভি