সালাহকে হারালেন মানে, ইতিহাস গড়ল সেনেগাল (ভিডিও)

হাড্ডাহাড্ডি লড়াই হলো ফাইনালে। টানটান উত্তেজনার টাইব্রেকারে শেষ হাসি ফুটল সেনেগালের। সালাহর মিসরকে হারিয়ে ইতিহাস গড়ল সেনেগাল।

ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে রোববার রাতে খেলা গড়ায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটে।  এরপরও খেলা গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে ৪-২ গোলে জিতে প্রথমবারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে সেনেগাল।

আফ্রিকার এই আসরে এর আগে সেনেগালের সর্বোচ্চ প্রাপ্তি ছিল রানার্সআপ হওয়া। ২০১৯ সালে রানার্সআপ ছিল তারা।

খেলায় সবচেয়ে বেশি উপভোগ্য বিষয় ছিল মিসরের মোহামেদ সালাহ ও সেনেগালের সাদিও মানের খেলায়।

ইংলিশ ক্লাব লিভারপুলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা দুই বন্ধু এদিন মাঠের শত্রুতে পরিণত হন।

দেশের টানে ভুলে যান একে অপরকে। আর সেই লড়াইয়ে সালাহকে হারালেন মানে। অবশ্য ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মানে।

তবে টাইব্রেকারে ঠিকই গোল দিয়ে দলকে জিতিয়ে দেন মানে।

ম্যাচে দাপট দেখিয়েছে সেনেগাল। বল দখল কিংবা শট সব জায়গায়ই এগিয়ে ছিল সাদিও মানের দল।

সেনেগালের ক্ষুরধার সব আক্রমণ রুখে দিয়ে শেষ অবধি জালকে সুরক্ষিত রাখেন মিসরের গোলরক্ষক মোহামেদ আবু গাবাল।  শুরুতেই সাদিও মানের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি।

দলকে টাইব্রেকার অবধি নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি আর।

ম্যাচ হাইলাইটস দেখুন –

 

সূত্রঃ যুগান্তর