রবিবার , ১৬ অক্টোবর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সালাউদ্দিনের দুঃখ প্রকাশ, পদত্যাগ করছেন না

Paris
অক্টোবর ১৬, ২০১৬ ১১:৩৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভুটানের সঙ্গে লজ্জাজনক হারে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে। সমালোচনা হচ্ছে বাফুফে কর্মকর্তাদের নিয়েও। কেউ কেউ একধাপ এগিয়ে পদত্যাগ চেয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিনের। এই  ব্যর্থতার দায় এড়াতে পারেন না তিনিও, তাই ফুটবল ফেডারেশন ভবনের সামনে সমর্থকরা অবস্থন ধর্মঘট করে এই সাবেক তারকা ফুটবলারের পদত্যাগ চান।

 

জাতীয় দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে প্রকাশ দুঃখ প্রকাশ করেছেন সালাউদ্দিন। তবে এখনই পদত্যাগ করতে চান না তিনি।

 

রোববার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘এটা মানতেই হবে জাতীয় দলের এমন পারফরম্যান্স খুবই হতাশার। তাই আমি বলব, ফুটবলের জন্য এখন খুব দুঃখের সময়। দলের এমন বাজে পারফরম্যান্সে সবাই যেমন কষ্ট পেয়েছে, আমরাও ততটাই পেয়েছি। তা নিয়ে নিয়ে আমরা এখন খুবই চিন্তিত। তবে পদত্যাগ করলেই কোনো সমাধান আসবে না।’

 

বাফুফে সভাপতি নাকি এমন ব্যর্থতা আগেই অনুমান করেছিলেন, ‘জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং লিগের কাঠামো দেখে আমার মনে হয়েছিল, ভুটানে সঙ্গে আমরা জিতব না। এখন দেখছি আমার অনুমানটারই সত্যি হয়েছে।’

 

তবে চেষ্টার কোনো ত্রুটি করেননি বলে জানান সাবেক এই তারকা ফুটবলার। এই সম্পর্কে তিনি বলেন, ‘জাতীয় দলের জন্য আমরা সাধ্য অনুযায়ী সবই করেছি। কোনো কিছুতেই ঘাটতি ছিল না। শুধু পারিনি আমি নিজে মাঠে গিয়ে খেলে আসতে। ওটা পারলে আমি এবং সালাম মুর্শেদি গিয়েও খেলে আসতাম।’

 

ফুটবলের উন্নয়নে এখন নতুন কর্মসূচি হাতে নিচ্ছে বাফুফে। এই সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘আগামী বছর জানুয়ারি থেকে আমরা নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। এখন সোহরাওয়ার্দী কাপ, শেরেবাংলা কাপ এবং প্রতিবছর অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ ফুটবল লিগ আয়োজন করব। আশা করছি, এই সব টুর্নামেন্ট থেকে ভালো কিছু ফুটবলার উঠে আসবে।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা