সালাউদ্দিনের কাছে হেরে হতাশ সুজন

দুজনেই দেশের খ্যাতিমান কোচ। ঝুলিতে অনেক সাফল্য আছে। একজন তো ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ সব দায়িত্বে আছেন। গতকাল শুক্রবার বিপিএলের শিরোপার লড়াইয়ে মোহাম্মদ সালাউদ্দিনের কাছে হেরে গেছেন খালেদ মাহমুদ সুজন।

রুদ্ধশ্বাস ম্যাচে সুজনের দল ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে ৮ম বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে সালাউদ্দিনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে সালাউদ্দিন যতটা খুশি, সুজন ততটাই হতাশ এবং ক্ষুব্ধ।

ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল বরিশাল। কিন্তু তাদের ব্যাটাররা শেষদিকে ব্যর্থ হওয়ায় ১ রানের জয় পায় কুমিল্লা। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় সালাউদ্দিন বলেন, ‘আমরা শেষ বল পর্যন্ত নার্ভ ধরে রেখেছি, তাই জয় ধরা দিয়েছে। আমরা জিতেছি, বরিশাল হেরেছে। তার মানে এই নয় যে বরিশাল খারাপ খেলেছে। আমার মনে হয় আমাদের জয় খানিক সৌভাগ্যপ্রসুত। আমরা দারুণ শুরুর পর শেষ পর্যন্ত ভাল ব্যাটিং করিনি, বোলিংটাও তেমন ভাল হয়নি। তবে এটা ঠিক যে আমরা নার্ভ ধরে রেখেছিলাম। ‘

অন্যদিকে শেষ ওভারে ১০ রান নিতে না পারায় ভীষণ খেপেছেন বরিশাল কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘আমরা যেখানে থেকে হেরেছি, সেখান থেকে হারার কথা নয়। এটা চরম ব্যর্থতা। এর কোনো অজুহাত নেই। শেষ ২ ওভারে বাউন্ডারি বের করতে না পারলে দল জিতবে কী করে? সোজা কথা হলো, আমরা এই জায়গায় পারি না। বারবার এমন পরিস্থিতিতে আমরা ব্যর্থ হচ্ছি। এ্টা আজ আবার প্রমাণ হলো যে আমাদের ক্রিকেট সেভাবে আগায়নি। আমরা একই জায়গায় আটকে আছি। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ