সারাদেশে শিক্ষার্থীদের হাফ পাশের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:


সারাদেশে শিক্ষার্থীদের হাফ পাশ; ছাড়াও বেশি কিছু দাবি নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এসময় জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিরাপদ সড়কের দাবি জানানো হয়। শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পরিষদের রাজশাহী জেলার উদ্যোগে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষে কেন্দ্র পরিষদের ৯ দফা দাবিকে সমর্থন জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন, পরিষদের রাজশাহী জেলা সভাপতি মোহাম্মদ আলী তোহা, যুব অধিকার পরিষদ নগর আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার  সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, সেক্রেটারি মো. নাঈম প্রমুখ।

মানববন্ধন থেকে জানানো হয়- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা, সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে জিম্মি করে রেখেছে। অতিসত্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। সারাদেশে শিক্ষার্থীদের হাফ পাশ চাই, শুধু ঢাকা শহর নয়, শিক্ষানগরী রাজশাহীতে ও অবশ্যই হাফ পাশ কার্যকর করতে হবে।

স/আ