সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ছবির ‘মা’ মারা গেছেন

মারিউপোলের মা ও শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

সেই হামলায় গুরুতর আহত হন একজন গর্ভবতী নারী। গুরুতর আহত সেই নারীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবিতে দেখা যায় উদ্ধারকারীরা একটি স্ট্রেচারে করে তাকে নিয়ে যাচ্ছেন।

ইউক্রেনের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এপি জানিয়েছে, রাশিয়ার হামলায় আহত হওয়া সেই নারী মারা গেছেন। একইসঙ্গে তার সেই সন্তানও মারা গেছেন।

মারিউপোলের সেই মা শিশু হাসপাতাল থেকে তাকে উদ্ধার করে পাশের আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা বেগতিক দেখে  ওই নারীর সিজার করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। কিন্তু সিজারের পর ডাক্তাররা দেখতে পান পেটের ভেতরই সেই শিশুটি মারা গেছেন।

এরপর তারা ওই মাকে বাঁচানোর দিকে নজর দেন। কিন্তু ৩০ মিনিট পর তিনিও মারা যান।

যদিও ডাক্তাররা তার নাম তখন জানতে পারেননি। ওই নারী মারা যাওয়ার পর তার স্বামী ও বাবা এসে লাশ নিয়ে যায়।

 

সূত্রঃ যুগান্তর