সামলে উঠছেন সামান্থা

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

নাম সামান্তা রুথ প্রভু। তেলেগু ও তামিল চলচ্চিত্রে প্রভুত্ব করতেই এসেছিলেন। কিন্তু হালে খুব একটা পানি পাননি। যদিও তার অনেক ভক্ত এ কথা মানবেন না। তবে এটা ঠিক যে, এক সময় এ অভিনেত্রী সিনেমাপ্রতি ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। জিতেছেন ১২টি পুরস্কার। ব্যক্তিগত জীবন টালমাটাল হওয়াতেই সব বুঝি ভেস্তে গেল।

 

২০১২ সালে টাইমস অব ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে সামান্থা বলেছিলেন, ‘গভীর প্রেমে তিনি বিশ্বাসী।’ কিন্তু সেই প্রেম টেকেনি। ২০০৫ সালে সামান্থা ব্রেক আপের ঘোষণা দেন। এরপর সহশিল্পী সিদ্ধার্থের সঙ্গে প্রায় সাড়ে দুই বছর ডেট করেন। তখন অনেকেই তাকে চলচ্চিত্রে অমনোযোগী বলেছেন।

 

ঠিক তখনই রুপালি পর্দার তার চেনা পাশের বাড়ির ইমেজ ভেঙে বেরিয়ে আলোড়ন তোলেন এ অভিনেত্রী। তামিল অ্যাকশন সিনেমা ‘অনজান’-এ বিকিনি পরে সবাইকে তাক লাগিয়ে দেন। যদিও সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছে বিশেষ কোনো সাফল্য তুলে ধরতে না পারলেও সামান্থা কিন্তু সকলের মনোযোগ টেনে নিয়েছিলেন। এই চেনা ইমেজ ভেঙে বেরিয়ে আসার জন্য বিন্দুমাত্র অস্বস্তি নেই সামান্থার। সৌন্দর্য আর মেধা দিয়ে ঠিকই আবার দর্শক হৃদয় জয় করতে চান সামান্থা।

 

সামান্থার শুরুটা মডেলিং দিয়ে। বয়স তখন মাত্র ১৪। পড়াশোনায় বরাবরই দুর্দান্ত ছিলেন সামান্থা

 

২০০৭ সালে রাহুল রবীন্দ্রনের বিপরীতে ‘মসকোইন কাবেরী’ ছবিতে অভিষেক হয়েছিল সামান্থার। যদিও সেখানে কণ্ঠ দিতে পারেননি তিনি

 

দক্ষিণের দু’টি বিখ্যাত ছবি, মণিরত্নমের ‘কাদাল’ এবং শঙ্করের ‘আই’ ছবিতে নায়িকার ভূমিকায় সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু অসুস্থতার জন্য কাজ করতে পারেননি

 

সামান্থার প্রিয় অভিনেত্রী আরেক দক্ষিণী নায়িকা তৃষা মেনন। যে মালায়লি ছবিতে তার অভিষেক, সেটির তামিল ভার্সনের নায়িকা ছিলেন তৃষা

 

‘আশি নব্বই পুরে শ’ নামে একটি হিন্দি ছবিতে সুযোগ পেয়েছিলেন সামান্থা। কিন্তু কোনো এক অজানা কারণে ছবিটির কাজ আটকে যায়। পরে আর মুম্বাইমুখী হননি তিনি

 

এ যাবত ১২টি পুরস্কার জিতেছেন সামান্থা। এর মধ্যে ৩টি ফিল্মফেয়ার রয়েছে। ২০১৩ সালে তামিল এবং তেলুগু দুই ভাষাতেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি

 

সামান্থার একটি ডাকনাম রয়েছে। যশোদা। পরিবারে এই নামেই তাকে ডাকা হয়

 

সামান্থা একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। এটি মহিলা এবং শিশুদের চিকিৎসার ব্যবস্থা করে। সামান্থা আয়ের প্রায় পুরোটাই এই এনজিও-তে দান করেন

সূত্র: রাইজিংবিডি