বৃহস্পতিবার , ৮ জুন ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাভারে বজ্রপাতে তিন তরুণ নিহত

Paris
জুন ৮, ২০১৭ ৭:৪১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: সাভারে পৃথক স্থানে বজ্রপাতে তিন তরুণ নিহত ও একজন অহত হয়েছে। আজ বৃহস্পতিবার অপরাহ্নে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া ও সাভার নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুরে শুরু হওয়া প্রচণ্ড বৃষ্টির সময় হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে বৃষ্টিতে গোসল করছিল তিন তরুণ। এসময় বজ্রপাত হলে নাহিদ (১৬), শাহপরান (১৮) ও আমির হোসেন (১৭) অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ও শাহপরানকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত আমির হোসেনের হাসপাতালে চিকিৎসা চলছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নাহিদের বাবার নাম ইয়াকুব আলী ও নিহত শাহপরানের বাবার নাম শাহ আলী।

অন্যদিকে একই সময়ে সাভারের নামা বাজার এলাকায় আসাদুল হক (৩২) নামের অপর এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: তমাল এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বজ্রপাতে তিন তরুণের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - জাতীয়