সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সাভারে জুলেখা (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী লিটন মিয়া (৪০) পলাতক। সোমবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকার তনু ভিলা নামের একটি বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত জুলেখা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাসিন্দা বলে জানা গেছে। লিটন পানপাড়া এলাকায় তার স্ত্রীকে নিয়ে ভাড়ায় থেকে রাজমিস্ত্রির কাজ করত।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার তনু ভিলার একটি কক্ষ থেকে জুলেখার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক। সাভার মডেল থানার এসআই সুজন সিকদার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সাথে লিটনকে আটকের চেষ্টা চলছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ