সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বর্ষীয়ান এ রাজনীতিককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

করোনা উপসর্গ দেখা দেয়ায় বৃহস্পতিবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। রাত ১০টার দিকে তার করোনা পজিটিভ বলে জানা যায়।

বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।

উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমান সংসদের সংসদ সদস্য। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পরিবহন এবং গৃহায়ণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ