সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যু বার্ষিকী: বাগাতিপাড়ায় বিএনপির প্রস্তুতি সভা, একাংশের বয়কট

বাগাতিপাড়া প্রতিনিধি:
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসোনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের প্রথম মৃত্যু বার্ষিকী আগামী ২০ আগষ্ট। এ উপলক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় এক প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মেয়র মোশররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর বিএনপি সভাপতি আমিরুল ইসলাম জামাল, সাধারন সম্পাদক মাইনুল ইসলাম, মরহুম প্রতিমন্ত্রী ফজলুর রহমানের পুত্র ডাঃ ইয়াসির আরাফাত রাজন, কন্যা এ্যাডভোকেট পুতুল প্রমুখ।

ফজলুর রহমান পটল গত বছর ১১ আগষ্ট বাংলাদেশ সময় রাত ৯ টায় ভারতের কলকাতার রবীন্দ্র হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। বিএনপি নেতা মরহুম ফজলুর রহমান স্মরণে দোয়া মাহফিল আগামী ২০ আগষ্ট তার নিজ এলাকা লালপুরের গৌরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে বাগাতিপাড়া উপজেলা বিএনপির চলমান কমিটির নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠান বয়কট করে পৃথক আরেকটি সভা করেছে যুবদল-ছাত্রদলসহ বিএনপির একাংশ।

গতকাল সন্ধ্যায় দয়ারামপুর বাজারে ওই অংশটি এক সভা করে। সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনসার আলী সরকার, সাবেক ছাত্রদল সভাপতি একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা যুবদল সভাপতি অধ্যক্ষ নেকবর হোসেন, সাধারন সম্পাদক শামীম সরকার, ছাত্রদল আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু বলেন, লালপুর-বাগাতিপাড়ায় বিএনপির আভ্যন্তরিন কোন্দল দ্রুত নিরসন প্রয়োজন।
স/অ