রবিবার , ১৯ এপ্রিল ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাবাশ দক্ষিণ কোরিয়া! মাত্র ৮ জন শনাক্ত ২৪ ঘণ্টায়

Paris
এপ্রিল ১৯, ২০২০ ৮:০৬ পূর্বাহ্ণ

প্রায় দুই মাসের মধ্যে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যায় প্রতিদিনের বৃদ্ধি প্রথমবারের মতো এক অঙ্কে নেমেছে দক্ষিণ কোরিয়ায়।

রবিবার দক্ষিণ কোরিয়ায় নতুন করোনাভাইরাসের আরও আট জন আক্রান্তের খবর পাওয়া গেছে।  দেশটিতে মোট সংক্রমণ এখন দাড়াল ১০,৬৬১।

দ. কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি)  এর ডেটা অনুসারে শনিবার শনাক্ত করা এই চিত্রটি একদিন আগের তুলনায় আরও হ্রাস পেয়েছে।

নতুন আট রোগীর মধ্যে পাঁচজনই বিদেশ থেকে আগত।

গত ২৯ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ নতুন সংক্রমণ ছিল ৯০৯ জন। সংক্রমণ কমছে খুব দ্রত দেশটিতে। এরপরও কর্তৃপক্ষ খুব সজাগ রয়েছে।

কেসিডিসি জানিয়েছে, গত বছরের শেষ দিকে চীনে উদ্ভাসিত ভাইরাসটির কারণে দেশটির মৃত্যুর সংখ্যা আরো দুই জন বেড়ে এখন দাঁড়িয়েছে ২৩৪।

সুস্থ হওয়ার পর কোয়ারেন্টিন থেকে মুক্তিপ্রাপ্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় ১০৫টি বেড়ে ৮,০৪২ টিতে পৌঁছেছে।

 

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক