সাপাহারে ৬০ বিঘা জমির ১০ হাজার আমগাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহারে গাছের সাথে শত্রুতা করে ১২ আমচাষীর প্রায় ৬০ বিঘা জমির উপর রোপিত প্রায় ১০ হাজার আমের গাছ কেটে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তের দল।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে অজানা একদল দুর্বৃত্ত উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিণ পার্শ্বে বিশাল মাঠে রোপিত একাধিক ব্যক্তির ৬০ বিঘা জমির রোপিত প্রায় ১০ হাজার আমগাছ কেটে ফেলে।
সকালে বাগানের মালিকরা বাগান এলাকায় গিয়ে গাছকাটার দৃশ্য দেখে অবাক হয়ে যান। এরপর এ খবর জানাজানি হলে এলাকার শত শত মানুষ ওই বাগান এলাকায় ভিড় জমায়।
কে বা কারা এসব গাছ কেটে ফেলেছে এবিষয়ে বাগান মালিকদের সাথে কথা হলে তারা জানান, সামনের মৌসুমে প্রায় সব গাছে আম আসত। আমের সিজনের পূর্ব মহুর্তে কে বা কারা এবং কেন তাদের বাগানের গাছগুলো কেটে ফেলেছে তার কোন কারণ তাদের জানা নেই।
তবে কোন বাগান মালিকের সাথে কারো শত্রুতা থাকতে পারে,  দুর্বৃত্তরা চতুর হওয়ায় তাদের যেন কেউ সনাক্ত করতে না পারে তাই হয়ত তারা প্রতিপক্ষের ক্ষতি করতে গিয়ে নিজেদের বাঁচানোর তাকিদে কৌশল হিসেবে অন্যেরও গাছ কেটে ফেলেছে এমনটাই মনে করছেন তারা।
উপজেলার আমচাষীরা ধারণা করছেন, কেটেফেলা আমগাছগুলো হতে আগামী আমের মৌসুমে প্রায় ১ কোটি টাকার আম কেনা-বেচা হতো। হঠাৎ করে বিরাট ধরণের ক্ষতি সাধন হওয়ায় ক্ষতিগ্রস্থ বাগান মালিকরা চিন্তিত হয়ে পড়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা দায়ের না হলেও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতের আাঁধারে বাগান হতে অসংখ্য আমগাছ কর্তন করায় উপজেলার আমচাষীরা শঙ্কিত হয়ে পড়েছেন। উপজেলার হাজার হাজার আমচাষীরা গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শস্তির দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
স/শা