সাপাহারে শিশু অধিকার সপ্তাহে ফুটবল প্রতিযোগিতা

সাপাহার প্রতিনিধি:

‘কন্যা শিশুর অগ্রযাত্রা-দেশের জন্য নতুন মাত্রা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু অধিকার সপ্তাহের অংশ হিসেবে কন্যা/নারী স্পন্সর শিশুদের অংশগ্রহনে ফুটবল প্রতিযোগিতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সিগনেচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বিদালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের সভাপতিত্বে শনিবার বিকেলে বিডিও এবং বিএসডিও’র আয়োজনে কলমুডাঙ্গা চৌমহুনী হাটখোলা মাঠে কন্যা/নারী স্পন্সর শিশুদের অংশগ্রহনে ফুটবল প্রতিযোগিতায় পাতাড়ী ও গোয়ালা ইউনিয়ন বনাম তিলনা ইউনিয়ন। তিলনা ইউনিয়ন ২-০ গোলে পাতাড়ী ও গোয়ালা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল আমিন মিয়া, কলমুডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহার,সাপাহার থানার এস আই রহিচ উদ্দীন, শামসুল আলম সিনিয়র প্রোগ্রাম অফিসার বিডিও, বিডিও প্রোগ্রাম অফিসার সুদেশ চন্দ্র মুড়িয়ারী প্রমুখ।

 

স/শা