সাপাহারে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহাঙ্গীর আলম (আবুল কাশেম) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় সাপাহার গোডাউনপাড়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শনিবার বিকেলে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদানের পর তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহাঙ্গীর আলম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামাড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। জীবন জীবিকার সন্ধানে তিনি এ উপজেলার গোডাউন পাড়ায় এসে বসবাস করছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে ২ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও নামাজে জানাযায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুুল আলম শাহ চৌধুুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলামসহ এলাকার গুণীজন অংশগ্রহণ করেন।

স/শা