সাপাহারে বিনামূল্যে সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরণ

সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে বে-সরকারী সংগঠন আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ এর উদ্যোগে সংস্থার নির্বাহী পরিচালক মিনারা বেগম এর সভাপতিত্বে এলাকার অসহায় ১০জন নারীকে তিন মাস প্রশিক্ষন শেষে বিনামূলে একটি করে সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় আলোহা সোস্যাল সার্ভিসেস অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই নারীদের মাঝে উক্ত সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সংস্থার মনিটরিং অফিসার ফারুক ইসলাম, সহ সমন্বয়কারী জয়ন্তী রানী প্রমুখ বক্তব্য প্রদান করেন। শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীদের হাতে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন ও সার্টিফিকেট প্রদান করা হয়।

স/শা