শুক্রবার , ২৪ জুলাই ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাপাহারে বন্যার পূর্বাভাস

Paris
জুলাই ২৪, ২০২০ ৪:২৮ অপরাহ্ণ


সাপাহার  প্রতিনিধি:

উজানে ভারতের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নওগাঁ জেলার সাপাহার উপজেলার সীমান্তবরর্তী ইউনিয়ন গুলোর কয়েকটি গ্রামে বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে। গত কয়েক মাস ধরে একটানা বৃষ্টির ফলে উজানে ভারতের নদীগুলি হতে প্রবল বেগে স্রোতের পানি ভাটির দিকে নেমে আসায় হঠাৎকরে সাপাহার উপজেলার পাতাড়ী, শিরন্টি ও গোয়ালা ইউনিয়নের বেশ কিছু এলাকায় বন্যার পনি উঠতে শুরু করেছে।

ইতোমধ্যেই ওই সব এলাকার অনেক ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও বসতবাড়ীর আঙ্গিনায় পানি উঠতে দেখা গেছে। উপজেলার পুর্ণভবা নদীর পানি উপচে উত্তর পাতাড়ী, জালসুখা, কাউয়াভাসা, কলমুডাঙ্গা, হাপানিয়া সহ বেশ কিছু এলাকার গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে।

বৃষ্টির পানি বৃদ্ধি হতে থাকলে ভবিষ্যতে ওই এলাকায় বন্যাপরিস্থিতির অবনতি হতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন। বন্যাপরিস্থিতির সংবাদ জানতে পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়ার সাথে কথা হলে তিনি জানান যে, বর্তমানে এলাকায় বন্যার ভয়াবহ চিত্র।

ওই ইউনিয়নের সর্ববৃহং গ্রাম কলমুডাঙ্গার রাস্তায় এখনও বন্যার পানি উঠেনি তবে ছুঁই ছুই করছে। কিন্ত গ্রামের পূর্ব, পশ্চিম, এবং দক্ষিন দিকের অনেক বসত বাড়ীতে ইতোমধ্যেই বন্যার পানি ঢুকে পড়েছে।

ওই সব এলাকার কম পক্ষে ৫০টি পরিবারকে তাদের বসত ভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) মো: সোহরাব হোসেন এর সাথে কথা হলে তিনি জানান যে, আমরা সর্বত্রই বন্যার খোঁজ খবর রাখছি বন্যার পানিতে

অনেক ফসলের মাঠ তলিয়ে গেলেও এখনও কোন গ্রামের বসতবাড়ীতে পানি উঠেনি তবে কোথাও কেউ বন্যায় ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন। কিন্ত বর্তমান পরিস্থিতি দেখে বড় ধরণের বন্যার পূর্বাভাস মনে করা হচ্ছে।

স/আ.মি

সর্বশেষ - রাজশাহীর খবর