সাপাহারে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলেন ৪৫টি পরিবার


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” এরি ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে ৩য় পর্যায়ের দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার অমরপুর আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের  ৪৫টি গৃহহীন পরিবারে মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ঘোষনার পরে সাপাহারে খাদ্য মন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি, উপকারভোগীদের নিকট গৃহ ও জমির কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান, গৃহ প্রদানের সার্টিফিকেট ও ডিসিআর হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পি এএ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, ১ম পর্যায়ে ১২০টি, ২য় পর্যায়ে ৬০টি ও ৩য় পর্যায়ে ৪৫টি সহ মোট এ উপজেলায় ২২৫টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়।

এস/আই