সাপাহারে নিন্ম মধ্যবিত্ত পরিবারে যাচ্ছে গোপন সহায়তা

সাপাহার প্রতিনিধি:
সাপাহারে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার। বিশেষ করে পেটে ক্ষুধা আর লোক লজ্জা নিয়ে অতি কষ্টে স্বল্প আয়ের নিন্ম মধ্যবিত্ত পরিবারগুলি দিন পার করছে। এ ধরনের কর্মহীন নিন্ম মধ্যে আয়ের পরিবার গুলোকে রাতের আধারে সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।

গত শুক্রবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে কর্মহীন স্বল্প আয়ের অসহায় পরিবার গুলোর মাঝে লোক চক্ষুর অন্তরালে সরকারি ত্রান সামগ্রী পৌঁছে দেন।

এ ব্যাপারে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে ঘরে থেকে যে পরিবার গুলো কর্মহীন হয়ে পড়েছে, যাদের ঘরে খাবার না থাকলেও চক্ষু লজ্জায় প্রকাশ্য ত্রাণ সামগ্রী চাইতে পারছেন না, কেবল মাত্র এমন পরিবার গুলোকে লোকচক্ষুর অন্তরালে সরকাররি সাহায্য সহায়তা পৌছে দিতেই তিনি ত্রাণ সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি ছুটে চলেছেন।