সাপাহারে নারী ও শিশু নির্যাতন ফোরামের উদ্যোগে মানববন্ধন

সাপাহার প্রতিনিধি: ‘যৌন আক্রমন আর না এবং ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম মানববন্ধন করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধনসহ পথ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জিরো পয়েন্ট মুক্তমঞ্চের সামনে বেসরকারী সংগঠন বিডিও, বিএসডিও এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত মানববন্ধনে সস্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নির্যাতন, ধর্ষন ও যৌন নিপিড়নের প্রতি ধিক্কার ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

এসময় বক্তব্য দেন ফোরামের সভাপতি ও নারী নেত্রী হাসিনা বেগম, ফোরামের উপদেষ্টা আলহাজ্ব নুরুল হক মাষ্টার, আলহাজ্ব ইব্রাহীম হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী অধির চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন মো. শামসুল হক সিনিয়র প্রোগ্রাম অফিসার বিডিও, সুদেশ মুড়িয়ারীপ্রোগ্রাম অফিসার বিডিও, মো: দেলোয়ার হোসেন সিনিয়র স্পন্সরশীপ অফিসার বিএসডিও, ফাইনান্স অফিসার জাহাঙ্গীর হোসেন, লরেন্স স্পন্সরশীপ অফিসার বিএসডিও, সাংবাদিক প্রদীপ সাহা, নয়ন বাবু প্রমুখ।

 

স/শা