সাপাহারে নারীর অধিকার প্রকল্পের তথ্য মেলা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে নারীর অধিকার প্রকল্পের তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলার পিছল ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক হাসান আলীর সভাপতিত্বে স্থানীয় সরকারের প্রতিনিধি, স্কুল শিক্ষক, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, এইস আরডি’র সমন্বয়ে নারীর অধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের লক্ষে পোরশা- সাপাহার উপজেলার ৮টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এরই ধারাবাহিকতায় নারী অধিকার প্রকল্পের তথ্য মেলায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ শীর্ষক বিভিন্ন কুইজ,তথ্য অধিকার আইন ও বাল্য বিবাহ প্রতিরোধের উপর গম্ভিরা পরিবেশন করা হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, প্রকল্পের ফিল্ড অফিসার ভানু রানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএইচ/এস