সাপাহারে দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব ভার হস্তান্তর ও মতবিনিময় সভা


সাপাহার প্রতিনিধি:
“রুখবো দুর্নীতি গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে নব গঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব ভার হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: নুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মোহাম্মদ মাহমুুদুর রহমান, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ, মো: আব্দুল্যাহ আল মামুন সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ।
বক্তারা বলেন- দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ) ধারা অনুসারে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা এবং তরুন প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার কার্যক্রমে তাদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্ব স্ব কর্ম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান-স্কুল,মাদ্রাসা,কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস,ছাত্রাবাস প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদীতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “সততা সংঘ” প্রতিষ্ঠা করণ; প্রচলিত আইন ও বিধি বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণসচেতনতার লক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হলো।

এসময় প্রধান ও বিশেষ অতিথিগণ ৯ সদস্যের উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটির মো: নুরুল হক (অব: শিক্ষক) কে সভাপতি, সহ- সভাপতি আব্দুল জলিল অব: অধ্যক্ষ, সহ- সভাপতি ইস্ফাত জেরিন মিনা প্রধান শিক্ষক, সাধারণ সম্পাদক অধির চৌধুরী (অব: শিক্ষক), সদস্য ইসমাইল হোসেন শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান সাবেক স্বাস্থ্য পরিদর্শক, আব্দুল খালেক মিয়া, মরিয়ম বেগম ও সাংবাদিক প্রদীপ কুমার সাহাকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল খালেক মিয়া।