সাপাহারে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার থানা চত্ত্বরে বেলা সাড়ে ১১টায় সাপাহার থানার আয়োজনে অনুষ্ঠিত হয়।

অফিসার ইনচার্জ (ওসি) মো: শামসুল আলম শাহ্’র সভাপতিত্বে মতবিনিময় ও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা সদস্য শ্রী কার্তিক সাহা, পূজা উদ্যাপন পরিষদ সাপাহার থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী গোপাল মন্ডল, ইউনিয়ন সভাপতি ডা: অর্জুন সাহা, থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান, এস আই নয়ন কর,এস আই নাদিম আলী, এস আই আমিনুর রহমান,এস আই বায়োজিত ও উপজেলার ১৩টি দূর্গা মন্দিরের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, প্রশাসনের পক্ষ থেকে মন্দির গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি পূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশের পাশা-পাশি আনছার বাহিনী ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে এবং অপরাধ ঠেকাতে প্রতিটি মন্দিরে ভিডিও ধারন/ সিসি টিভির আওতায় রাখা হবে বলেও তিনি জানান।

 

স/আ