সাপাহারে কমিউনিটি ক্লিনিকের সেবার মান যাচাই বিষয়ক আলোচনা সভা

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে কমিউনিটি ক্লিনিকের সেবার মান যাচাই ও করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্ন্য়ন সংস্থা বিডিও, বিএসডিও এবং একশনএইড’র সহযোগিতায় সামাজিক নিরীক্ষা কমিটি কর্তৃক বুধবার বেলা ১১টায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রুহুল আমিন, আলহাজ্ব নুরুল হক মাষ্টার, অধীর চৌধুরী, সামাজিক নিরীক্ষা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আসা কমিউনিটি ক্লিনিকের সেবা গহনকারী, সেবা প্রদানকারী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সামাজিক নিরীক্ষা কমিটি সরেজমিনে প্রাপ্ত উপজেলার ৪টি কমিউনিটি ক্লিনিকের সেবা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে এবং একটি প্রতিবেদন প্রস্তুত করে। সকলের উপস্থিতিতে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। সকলের মতামতের ভিত্তিতে কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে সুপারিশমালা প্রস্তুত ও তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

স/শা