সান্তাহারে করোনায় এক ব্যক্তির মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
করোনা আক্রান্ত হয়ে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইউনুছ আলী (৫২) নামের এক ব্যক্তি মারা গেছে। ইউনুছ উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর মন্ডলপাড়ার আমজাদ হোসেনের ছেলে। রবিবার বেলা ১১টায় তার গ্রামের ৮-১০জন ব্যক্তি লাশটি দাফন করেন।
জানাগেছে, প্রায় এক সপ্তাহ আগে শ্বাসকষ্ট ও জ্বর হয় ইউনুছ আলীর। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলেও সুস্থ হচ্ছিলেন না। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা শনিবার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই তিনি সেখানে মারা যান। রবিবার সকালে তার লাশটি গ্রামে আসলে গ্রামবাসী প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও পরবর্তিতে কয়েকজন যুবক পুলিশের সহযোগিতা নিয়ে লাশটি দাফনের ব্যবস্থা করেন। বেলা ১১টায় স্থানিয় এক মাদ্রাসার শিক্ষক মাওলানা কায়সার ওই ব্যক্তির জানাজা কারেন। এসময় জানাজায় ওই গ্রামের মাত্র ৮-১০ মুসল্লী উপস্থিত ছিলেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, লাশ দাফন হচ্ছেনা এমন খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দাফনের ব্যবস্থা করেন। সেই সাথে করোনায় মারা যাওয়া ব্যক্তির বাড়ি চিহ্নিত করতে চারপাশে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। তাছাড়া পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারিন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমিনুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তি আদমদীঘিতে ভর্তি, চিকিৎসা বা নমুনা পরিক্ষা করেন নি। বগুড়ায় মারা যাওয়ার পর তাকে বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়েছে। এদিকে উপজেলায় প্রথম দফায় বরাদ্দ হওয়া ৬ হাজার ২০০ ডোজ টিকা শেষ হয়েছে। এখন দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন।
স/জে