সাত খুন মামলায় পরবর্তী সাক্ষ্য ৮ আগস্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৮ আগস্ট ধার্য করেছে আদালত।

আজ সোমবার তিনজন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।

পাবলিক প্রসিকিউটর এস এম ওয়াজেদ আলী খোকন জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সে সময় পুলিশ বিভাগে কর্মরত এএসআই মাহাবুব মল্লিক, এএসআই এবিএম সিরাজুল ইসলাম ও কনস্টেবল মনিরুজ্জামানের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আসাামপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা, লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এমএম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। এ নিয়ে সাত খুনের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় মোট ১২৭ জন সাক্ষীর মধ্যে ৯৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সূত্র: রাইজিংবিডি