সাতদিনে দেশ ছেড়েছে ১০ লাখ ইউক্রেনীয়: জাতিসংঘ

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই হামলা শুরু হয়। আজ বৃহস্পতিবার হামলার অষ্টমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

গত সাত দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান চালিয়ে রাশিয়া এখন পর্যন্ত দখলে নিয়েছে কয়েকটি নগরী।

এদিকে, যুদ্ধের এই সাত দিনে কমপক্ষে ১০ লাখ ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে প্রতিবেশি বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এই সংঘাতে দেশের অভ্যন্তরে ১ কোটি ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়বে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলপো গ্রান্ডি তার এক টুইটার পোস্টে অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “বন্দুকগুলো নামিয়ে ফেলুন, যাতে করে দেশের অভ্যন্তরে এখনও যেসব ইউক্রেনীয় আছে তাদের কাছে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানো যায়।”

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন