সাঞ্চো-রাশফোর্ডের নৈপুণ্যে লিভারপুলকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো তবুও আক্রমণে ভুগতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। সাঞ্চো-রাশফোর্ডরা ছিলেন নিজেদের ছন্দে। শুরুতেই লিভারপুলকে চেপে ধরে গোল আদায় করে নেয় টেন হাগের দল। লিগে এখনো জয় না পাওয়া লিভারপুলকে দেখা যায় কিছুটা ছন্নছাড়া।

এই সুযোগে দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

সোমবার রাতে ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলকে ২-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ী দলের হয়ে গোল করেছেন জ্যাডন সাঞ্চো ও মার্কোস রাশফোর্ড। প্রিমিয়ার লিগে দশ ম্যাচ ও ২০১৮ সালের পর লিভারপুলকে হারাল ইউনাইটেড। এ ম্যাচ মাঠে বসে উপভোগ করেন সদ্য ম্যানইউতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। পরের ম্যাচেই তাকে রেড ডেভিলদের জার্সিতে দেখা যেতে পারে।

চার পরিবর্তন করে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্তিয়ানো রোনালদো, হ্যারি ম্যাগুয়ের, লুক শোকে বেঞ্চে বসিয়ে ভারানে, মালাসিয়া, এলেঙ্গাকে একাদশে রাখেন এরিক টেন হাগ। এতে বেশ সুফল পেয়েছে ম্যানইউ। শুরু থেকেই গোছালো ফুটবল উপহার দেয় দলটি। প্রতি আক্রমণে উঠে ১৬ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এলেঙ্গার কাটব্যাকে ছয় গজ বক্সের বাইরে পেয়ে যান জ্যাডন সাঞ্চো। বল নিয়ন্ত্রণে নিয়ে লিভারপুলের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের মাপা শটে জাল খুঁজে নেন সাঞ্চো।

৪০ মিনিটে গোল লাইন ক্লিয়ারেন্সে ম্যানইউকে রক্ষা করেন লিসান্দ্রো মার্তিনেজ। যদিও প্রতিপক্ষ কোনো ফুটবলারের শট আটকাননি তিনি। সতীর্থ ব্রুনো ফার্নান্দেজের আচমকা শট ফেরান তিনি। এতে রক্ষা পায় রেড ডেভিলরা।

৫৩ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যবধান বাড়ায় মার্কোস রাশফোর্ড। মাঝ মাঠে হেন্ডারসনের মিস পাসে বল পেয়ে যান আন্তনি মার্সিয়াল। তার বাড়ানো পাস অফসাইড ফাঁদ ভেঙে বক্সের উপর থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান ইংলিশ এই ফরোয়ার্ড। দুই মিনিট বাদেই রাশফোর্ডের বাঁকানো শট ঝাঁপিয়ে ফিরিয়ে দেন আলিসন বেকার।

৮১ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান কমান মোহাম্মদ সালাহ। বক্সের ভেতর থেকে কারভাহালোর গতির শট দি গিয়া ফিরিয়ে দিলে ফিরতি বলে হেডে লক্ষ্যভেদ করেন সালাহ। ব্যবধান ২-১ করার পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় লিভারপুল। কিন্তু ভাঙতে পারেনি ম্যানইউর রক্ষণভাগ। এতে লিগে প্রথম জয়ের স্বাদ পায় ম্যানচেস্টার ইউনাইটেড। আর জয়হীন থাকল লিভারপুল।

প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পাওয়া ম্যান ইউ তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৪তম স্থানে। প্রথম দুই ম্যাচ ড্র’য়ের পর এ ম্যাচে হেরে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ১৬তম অবস্থানে লিভারপুল।

 

সূত্রঃ কালের কণ্ঠ