সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা বললেন তামিম

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

গত সপ্তাহে আবারও অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। সাদা পোশাকে এখনো বাংলাদেশ খুড়িয়ে খুড়িয়ে চলছে। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিশ্বাস করেন সাকিবের চৌকস নেতৃত্বে আগামী ২-৩ বছরেই ভালো অবস্থানে যাবে বাংলাদেশ।

রবিবার এক অনুষ্ঠানে সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তামিম বলেছেন, ‘আমি ওর অধিনায়কত্বের দুবার খেলেছি। এটা (অধিনায়কত্ব) রকেট সায়েন্স না। আমরা সবাই জানি তার খুব ভালো ক্রিকেটীয় জ্ঞান আছে। আমি নিশ্চিত টেস্ট দলের অধিনায়কত্ব করা সহজ না। এই একটা সংস্করণে আমাদের ফলটা খুব বেশি আমাদের পক্ষে আসে না।’

‘আমি যখন অধিনায়ক হয়েছি আমি বলেছি যে, আমাকে অনেক সময় দিতে হবে। আমার মনে হয় একই সাকিবের জন্য। তারও লম্বা সময় দরকার। এটা এমন একটি সংস্করণ যেখানে আমরা খুব শক্তিশালীও না। তার নেতৃত্বে দারুণ এবং তার পরিকল্পনা বা সব কিছুই। আমাদের সবার সহযোগিতা থাকলে হয়তো ২/৩ বছরের দারুণ একটি টেস্ট দল হবে।’-যোগ করেন তামিম।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন