সাকিবকে ‘সব খেলা’র পরামর্শ ফাহিমের

রং আর তুলি নিয়ে ক্যানভাসে নিমগ্ন হয়ে যাওয়া শিল্পীর ছবিই যেন কিছুদিন ধরে ক্রিকেট মাঠে দেখছেন নাজমুল আবেদীন ফাহিম। বিপিএলে ফরচুন বরিশালের এই ব্যাটিং উপদেষ্টা সেটি দেখতে পাচ্ছেন তাঁর পুরনো শিষ্য সাকিব আল হাসানের মাঝেই। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচটি টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হওয়া এই অলরাউন্ডার যখন গতকাল বিকেলে মিরপুরের একাডেমি মাঠে ১৮ ফেব্রুয়ারির ফাইনালের প্রস্তুতিতে ডুবে, তখন একটু দূরে সংবাদমাধ্যমের মুখোমুখি তাঁর ক্রিকেট গুরু বলছিলেন, ‘যেকোনো শিল্পী যখন ভালো ছবি আঁকতে পারে, তার মন কিন্তু তখন ভালো থাকে। আমার মনে হয় সাকিবেরও এ রকমই হচ্ছে।

ভালো খেলছে এবং খেলাটা খুব উপভোগও করছে। ’

এই উপভোগ্যতা সাকিবের সেরাটা বের করে আনছে যখন, তখন জাতীয় দলের হয়েও একই রকম পারফরম্যান্সের প্রত্যাশা অস্বাভাবিক নয়। যদিও আইপিএলে দল না পাওয়া অলরাউন্ডারের দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলা নিশ্চিত নয় এখনো। বিসিবিও এ বিষয়ে তাঁর মত জানবে বিপিএল শেষ হলে। তা নিয়ে কথা হয়নি ফাহিমের সঙ্গেও। তবে তিনি চান, ‘এটি (দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা) নিয়ে আলাদা করে কোনো কথা হয়নি। আমার পরামর্শ থাকবে সবই খেলার। যখনই সুযোগ থাকবে, বাংলাদেশের সব খেলাই যেন সে খেলে। এটিই আমি চাইব। ’

আবার এটিও ঠিক যে সাকিব এখন আর তরুণও নন। ৩৫ ছুঁই ছুঁই বয়সে তাঁর বেছে বেছে খেলার বিষয়েও সমর্থন আছে ফাহিমের, ‘ওর শরীরটাও যেন ঠিক থাকে। শারীরিক কারণে কোথায় বিরতি নিতে পারে, সেটিও একটু ভেবে দেখা দরকার। এই বয়সে তিন সংস্করণে খেলাও (সহজ নয়)। ও এমন একজন খেলোয়াড় যে কিনা ব্যাটিংও করবে, আবার বোলিংও করবে। এই বয়সে সেই চাপ নেওয়াটা সহজ হবে না। তাই গুরুত্ব বুঝে বুঝে খেলতে হবে। ’

কোন সিরিজটি বেশি গুরুত্বপূর্ণ বা কম, তা বিসিবির সঙ্গে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করেন ফাহিম, ‘সাকিব ও বোর্ডকে বসে আলাপ করতে হবে যে সে কোথায় কোথায় খেলবে। সুযোগ থাকলে হয়তো একটি সিরিজ বা একটি টেস্ট নাও খেলতে পারে। সেটি ওর শারীরিক ধকল কাটিয়ে ওঠার জন্যই। আমার মনে হয়, আলাপ-আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ’ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা নিয়ে সিদ্ধান্ত হওয়ার আগে বিপিএলে সাকিবকে নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে উঠতে দেখছেন ফাহিম, ‘আপনি যখন নিয়মিত পারফরম করতে পারবেন, সেটি আপনাকে আরো সম্পৃক্ত থাকা ও চিন্তা করার ক্ষেত্রে দারুণভাবে অনুপ্রাণিত করবে। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ