সাকিবকে কেকেআরে অবহেলা, যা বললেন ভারতের সাবেক তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কিন্তু সেই লক্ষ্য অধরাই রয়ে গেল এখনো। আমিরাত পর্বে এখনো তার কোনো ম্যাচ খেলা হয়নি। তাকে রীতিমতো অবহেলা করা হচ্ছে।

অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ইনজুরে কপাল খুলেছিল তার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রাসেলের জায়গায় কিউই পেসার টিম সাউদিকে নেয় কলকাতা। যা ছিল নাইট জার্সিতে সাউদির অভিষিক্ত ম্যাচ।

আজ শুক্রবার পাঞ্জাবের বিপক্ষেও একাদশে ঠাঁই মেলেনি সাকিবের। এ ম্যাচে আরও এক কিউই ক্রিকেটারের অভিষেক হয়েছে! টিম সেইফার্টকে মাঠে নামিয়েছে নাইট ম্যানেজম্যান্ট। একাদশে এ ম্যাচেও সাকিবকে না দেখে হতাশ হয়েছেন অনেকে। অনেকে অসন্তুষ্ট হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে কলকাতা দলে সাকিবকে এভাবে টানা ডাগআউটে বসিয়ে রাখা ভালোভাবে নেয়নি ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও।

শুক্রবারের ম্যাচে একাদশে সাকিবের না থাকা নিয়ে টুইটারে একলাইনের দীর্ঘশ্বাস ঢেলে দিয়েছেন আকাশ।

লিখেছেন, ‘সাকিব যদি শুধু কিউই হতো…।’

 

আকাশ চোপড়ার এই ছোট্ট টুইট বুঝতে বাকি নেই সাকিবভক্তদের। রিটুইটে ক্রিকেটপ্রেমীরা আকাশকে সমর্থন জানিয়েছেন।

সূত্র:যুগান্তর