সাংবাদিক হরি কিশোর চাকমা দুর্ঘটনায় আহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাঙামাটির জ্যেষ্ঠ সংবাদকর্মী ও দৈনিক প্রথম আলোর রাঙামাটি অফিস প্রধান হরি কিশোর চাকমা। রাঙামাটি শহরেই দুর্ঘটনার শিকার হন তিনি।

 

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে রাঙামাটি শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের এর সামনে আহত অবস্থায় মোটরসাইকেলসহ হরি কিশোরকে পড়ে থাকতে দেখে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসেন পার্শ্ববর্তী রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাসের তিন শিক্ষার্থী। হরি কিশোরের কানে রক্তক্ষরণ হচ্ছিল এবং মাথা ও চোখের নিচে আঘাতের চিহ্ন দেখা যায়। দ্রুত তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। রাতেই হরি কিশোরকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক হরি কিশোরের বন্ধু,স্বজন এবং সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

 

রাঙামাটির সিভিল সার্জন ডা: স্নেহ কান্তি চাকমা বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে হরি কিশোরের মাথার আঘাতটিকেই সিরিয়াসলি নিচ্ছি, তাঁর দ্রুত সিটিস্ক্যান করানো প্রয়োজন,তাই চট্টগ্রামে রেফার করেছি। কান দিয়ে রক্তক্ষরণ হওয়ায় আশঙ্কা বেশি, অভ্যন্তরীণ রক্তক্ষরণ যেন না হয় সেই ব্যবস্থাই নিতে হবে।’

 

ঘটনাস্থল থেকে হরি কিশোর চাকমাকে উদ্ধার করে হাসপাতালে আনা রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী অর্ণব বড়ুয়া বলেন, ‘আমরা রাতে হোস্টেলের সামনে হাঁটতে বেরিয়ে উনাকে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাই। মনে হয়েছে উনি কোন কারণে চলন্ত মোটরসাইকেলসহ পড়ে গেছেন। আমরা উনাকে চিনতাম না। হাসপাতালে আনার পর জানতে পারি উনি একজন সাংবাদিক।’

সূত্র: এনটিভি