সাংবাদিক হত্যার বিচারে আলাদা ট্রাইব্যুনাল দাবি

নিজস্ব প্রতিবেদক:
আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর আলুপট্টিতে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

মানববন্ধন থেকে আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানানো হয়। সাংবাদিক নদী হত্যাকাণ্ডে জড়িত দোষীদের শাস্তি দাবি করা হয়।

এসময় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সাল থেকে দেশে কোন সাংবাদিক হত্যার বিচার হয়নি। সাংবাদিক হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। সাংবাদিক হত্যার বিচার না হওয়া সংস্কৃতি সৃষ্টি হয়েছে। সাংবাদিক হত্যা নির্যাতনে আলাদা বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান সাংবাদিকবৃন্দ।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর সভাপতি কাজী শায়েদের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর রাজশাহী সংবাদিক আজিজুল ইসলাম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।

 

স/আ