সাংবাদিক রুবেল ও ইসলামের ওপর হামলার তীব্র প্রতিবাদ আরইউজে’র

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্বপালনকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য (আরইউজে) মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন মাহফুজুর রহমান রুবেল এবং দিপ্ত টিভির ক্যামেরাপারসন রফিকুল ইসলামের ওপর আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী মুক্তার আলীর সমর্থকরা হামলা চালিয়েছে। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরইউজে।

শুক্রবার বিকালে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। তা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন আরইউজে নেতৃবৃন্দ।

আরইউজের সভাপতি কাজী শাহেদ, সহসভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু এবং সামাদ খান বলেন, অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা মনে করি, পরিকল্পিতভাবেই মেয়রপ্রার্র্থী মুক্তার আলীর সমর্থকরা দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। তাই হামলাকারীরা এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। অবিলম্বে আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় আরইউজে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকায় বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর কর্মী-সমর্থকরা পেশাগত দায়িত্বপালনকালে দুই সাংবাদিকের ওপর এ হামলা চালায়।