সাংবাদিক রফিকের উপর হামলার ঘটনায় রাজশাহী প্রেসক্লাবের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:
কালের কণ্ঠ’র রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলামের উপর থিম ওমর প্লাজার নিরাপত্তা প্রহরীদের হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।

সোমবার দুপুরে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়।

প্রঙ্গত, সোমবার সকালে মাছ কেনার জন্য থিম ওমর প্লাজার মূল গেট থেকে একটু দূরে মোটরসাইকেল রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম। এ সময় একজন সিকিউরিটি গার্ড এসে সাংবাদিক রফিকুল ইসলামের মোটরসাইকেলের উপরে রাখা হেলমেটটি নিয়ে যায়। এ সময় রফিকুলকে ওই নিরাপত্তা কর্মী বলেন, ‘এখানে এসে তোর হেলমেট নিয়ে যা। একপর্যায়ে এক সিকিউরিটি গার্ড মুন্না এগিয়ে আসে এবং সাংবাদিক রফিকুলের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। একপর্যায়ে আরো কয়েকজন সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে এলোপাথারি মারধর করে সাংবাদিক রফিকুলকে।

এ ঘটনায় তিন সিকিউরিটি গার্ডসহ ৫জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।