সাংবাদিক রফিকুলের ওপর হামলা: যমুনা প্রতিদিনের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:
অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিনের পক্ষ থেকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো চিফ ও অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজের সম্পাদক রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
আজ সোমবার দুপুরে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক নিহাল খান।
বিবৃতিতে তিনি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আটককৃত পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে রিমান্ডে নিয়ে হামলার রহস্য উন্মোচন করার দাবি জানাই। সেই সাথে এঘটনার পেছনে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, সোমবার সকাল ১০ টার সময় নগরীর থিম ওমর প্লাজার কয়েকজন সিকিউরিটি গার্ড সাংবাদিক রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি জখম হলে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে সহকর্মীরা ছুটে গিয়ে এর প্রতিবাদ জানান এবং অবস্থান কর্মসূচি পালন করেন। তারই প্রেক্ষিতে ৫ হামলাকারীকে গ্রেফতার করা হয়।