সাংবাদিকের ফোন নিয়ে পালানোর সময় নিজেকেই লাইভে দেখালেন চোর! (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজের ফোন দিয়ে লাইভ রিপোর্টিং করছিলেন এক সাংবাদিক। লাইভ চলাকালেই ফোনটা কেড়ে দিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। কিন্তু ফোনের ক্যামেরা চালুর বিষয়টি মোটেও টের পাননি তিনি। তাই তার পালানোর দৃশ্য লাইভে দেখতে থাকেন হাজারও দর্শক।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের কায়রোতে গত ১৯ অক্টোবর  এক সাংবাদিক তার মোবাইল দিয়ে  লাইভ রিপোর্টিং করছিলেন। হঠাৎ তার ফোনটি এক মোটরসাইকেল আরোহী ছিনিয়ে নেয়। কিন্তু ওই ব্যক্তি ক্যামেরা বন্ধ করতে ভুলে যান।  চোরের পালানোর দৃশ্য দেখতে থাকেন দর্শকরা।

মাহমুদ রাঘেবভ নামে ওই সাংবাদিক দেশটির দ্য সেভেনথ নামের একটি সংবাদপত্রে কর্মরত। তিনি ফেসবুকে সংবাদপত্রটির পাঠকদের জন্য ভূমিকম্পের পর স্থানীয় একটি ব্রিজের চিত্র লাইভ টেলিকাস্ট করছিলেন। এ সময় পেছন থেকে ওই মোটরসাইকেল আরোহী তার ফোনটি ছিনিয়ে নেয়।

ওই সময়কার ফুটেজে দেখা দেছে, মোটরসাইকেল আরোহী সাংবাদিকের কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়ার পর তা দুই পায়ের মাঝে রেখেছে। এ সময় অন্তত দুই হাজার মানুষ ফেসবুকে ওই ঘটনা দেখছিল বলে গার্ডিয়ান জানিয়েছে।

এদিকে, লাইভে সরাসরি ওই ব্যক্তির মুখ দেখা যাওয়ার ২৪ ঘণ্টার কম সময়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।