সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা

দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি সহ ৪ সাংবাদিকের উপরে হামলার ঘটনায় রবিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া থানার ওসির সামনেই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটলেও পুলিশের উদাসীন ভূমিকায় প্রশ্ন উঠেছে সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে।

দুর্গাপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভায় দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে ও দুর্গাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, দুর্গাপুর প্রেসক্লাবের সহ সভাপতি এসএম আমিনুল ইসলাম, সাংবাদিক সমাজের সহ সভাপতি এসএম শাহাজামাল প্রামানিক, দুর্গাপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক জুবায়ের তুহিন, সদস্য মশিউর রহমান, এম শাহাবুদ্দিন মোল্লাসহ অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় পুলিশের উপস্থিতিতে মূল ধারার সাংবাদিক নেতাদের উপর হামলার ঘটনায় বোয়লিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মনের অপসারণ ও হামলাকারিদের গ্রেফতারের দাবী জানানো হয়।

স/রি