সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদে পুঠিয়ায় মানববন্ধন

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সারাদেশে সাংবাদিক নির্যাতন, ডিজিটাল আইনে সাংবাদিক গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। স্থানীয় সাংবাদিকদের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী ঢাকা-রাজশাহী মহাসড়কে এ মানববন্ধন অনুুুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক শেখ রেজাউল ইসলাম লিটন, যুগান্তরের পুঠিয়া প্রতিনিধি কে এম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নতুন সময়ের প্রতিনিধি এইচ এম শাহনেওয়াজ, দৈনিক ভোরের কাগজ ও সিল্কসিটিনিউজের পুঠিয়া প্রতিনিধি সাংবাদিক মইদুল ইসলাম মধু, আবু হাসাদ কামাল, হাসানুল ইসলাম সেন্টু, মফিজুল ইসলাম ডলার, শিশির প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা সারাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিককে গ্রেফতার, হয়রানী ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।

সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকার ৫ জন সাংবাদিকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো হয় মানবন্ধনে।

স/শা