সাংবাদিকদের ওপর হামলায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মূলধারার সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৪ জনের নামে মামলা করা হয়েছে। রোবাবর (৩১ অক্টোবর) রাতে রাজশাহী সাংবাদি ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় মারপিট, চুরি, ছিনতাই ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ফারুক আহম্মেদ (৪৫), রেজাউল করিম (৩২) ও লিয়াকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই মালার অন্য পলাতক আসামিরা হলেন- দড়িখড়বোনা এলাকার রাজন (৩৮), মোহনপুর বিদিরপুরের মাজহারুল ইসলাম চপল (৩৫), কাজলা ধরমপুরের আফসারের ছেলে আল-আমিন হােসেন (২৮), মতিহার থানার অক্ট্রয় মােড়ের শাহীনুর রহমান সােনা (৩৬), চারখুটার মোড় এলাকার আবু কাউসার মাখন (৪০), কুমারপাড়ার শামসুল ইসলাম (৩৫), সুমন হােসেন (৩৪), মোন্নাফের মোড়ের সুভাষ (২৫), উপশহরের হারুনুর রশিদ (২৪), টিকাপাড়ার সাগর নােমানী (৩৮), উপজেলা মোহনপুরের শাহীন সাগর (২৮)। এছাড়াও অজ্ঞাতনামা আরাে ১৮/২০ জনকে আসামি করা হয়।

জানা গেছে- মামলার আসামিরা কথিত সাংবাদিক পরিচয়ে রাজশাহী দাঁপিয়ে বেড়ালেও এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে মাদক, ডিজিটাল অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, মারপিট, জমি দখল, নারী ক্যালেঙ্কারীসহ বিভিন্ন ধরনের মামলা। এদের কারও বিরুদ্ধ ৫-৭ টি করেও মামলা রয়েছে। জানা গেছে- মামলার আসামিরা কথিত সাংবাদিক পরিচয়ে রাজশাহী দাঁপিয়ে বেড়ালেও এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে মাদক, ডিজিটাল অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, মারপিট, জমি দখল, নারী ক্যালেঙ্কারীসহ বিভিন্ন ধরনের মামলা। এদের কারও বিরুদ্ধ ৫-৭ টি করেও মামলা রয়েছে।