সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি আরইউজের

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন দিলুসহ সাংবাদিকদের ওপর নাচোলে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। একইসঙ্গে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

 

সোমবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এক বিবৃতিতে উল্লেখ করেন, আদিবাসী জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও পুকুর দখল দারিত্বের সংবাদ প্রকাশের জের ধরে আনোয়ার হোসেন দিলু ও রাজশাহীতে কর্মরত দৈনিক জনকন্ঠের ফটোসাংবাদিক এবং আরইউজের সদস্য সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়। মামলার পর ওই সন্ত্রাসীরা নাচোলে আবারো আনোয়ার হোসেন দিলুসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায়।

 

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

একই বিবৃতিতে রাজশাহীতে সমকাল পত্রিকায় কর্মরত সাংবাদিক সৌরভ হাবিব ও অলাইন পোর্টাল সিল্কিসিটি নিউজ ডটকম-এর সম্পাদক রফিকুল ইসলামের নামে দায়ের করা পৃথক মামলাও দ্রুত প্রত্যাহারের জন্য জোর দাবি জানানো হয়।

স/শ