সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে’

সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, আগামীতে টেকলোজি, বস্তুনিষ্ঠতাসহ তিনটি বিষয়ের উপর সাংবাদিকতা টিকে থাকবে। তাই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের সাংবাদিকদের টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তিতে আরও দক্ষ হতে হবে।
কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ এক সংম্বর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুককে আজ এ সম্বর্ধনা প্রদান করা হয়।
 সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সংম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সহ-সভাপতি মনোতোষ বসু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের মজুরী ও চাকুরীর নিশ্চয়তাসহ বিভিন্ন অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। পেশাগত অধিকার আদায়ে তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। পরে সম্বর্ধিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট প্রদান করা হয়।
সূত্র: কালের কণ্ঠ