সাঁঝে রাতের বেশে নগর…

নিজস্ব প্রতিবেদক:

ঘড়িতে সন্ধ্যে সাড়ে সাতটা হবে। রাজশাহীর নিউ মার্কেট এলাকা। পুরো এলাকা ফাঁকা। রাস্তা দেখে মনেই হতে পারে রাত দুইটা কি তিনটা হবে। যা গত এক মাস আগের চিত্র এটি। কিন্তু এখন সাঁঝের বেলায় রাজশাহী নগরে নামে রাত।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে রাজশাহী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এর অংশ হিসেবে রাজশাহীর অলিতে-গলিতে উপস্থিতি কমেছে মানুষের। লকডাউন থাকায় রাজশাহীর শহর-বাজারের সব দোকানপাট বন্ধ। শুধু জরুরী প্রয়োজনের ছাড়া।

এছাড়া রাজশাহীতে উপস্থিতি কমেছে যানবাহনেরর। তাই পুরো শহর অনেকটাই ফাঁকা। শুধু নগরবাসীর নিরাপত্তায় দাঁয়ত্বি পালন করছেন এক দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা। তারা করোনা ভাইরাসের সংক্রামন থেকে মানুষকে বাঁচাতে ঘর মুখি করছেন। অন্যদিকে নিরাপত্তায় কাজ করছেন তারা। এছাড়া দেখা যাচ্ছে কিছু সংবাদ কর্মীদের। যারা সংবাদের খোঁজে পুরো নগরী চোষে বেড়াচ্ছেন।

 

স/আ