‘সহানুভূতি পেতে আক্রান্ত ট্রাম্প, বাইডেনের মুখোমুখি না হওয়ার কৌশল’

ফিলিস্তিন কর্তৃপক্ষের সরকারি দৈনিক আল-হায়াত আল-জাদিদা গতকাল রবিবার প্রথম পৃষ্ঠায় একটি সম্পাদকীয় ছেপেছে। ট্রাম্পের করোনা- মিথ্যা দাবি ও প্রত্যাশা শীর্ষক সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহানুভূতি পাওয়ার জন্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন এবং তাঁর ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ জো বাইডেনের সঙ্গে ভবিষ্যতে সরাসরি বিতর্ক এড়াতে এটা করে থাকতে পারেন।

আল-হায়াত আল-জাদিদার ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, জো বাইডেনের সঙ্গে বিতর্কের অল্প কয়েক দিনের মধ্যেই ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। ট্রাম্প ওই বিতর্কে একের পর এক জো বাইডেনকে ফোঁড়ন কেটেছেন। আর সেই বিতর্ক ছিল ট্রাম্পের ইতিহাসে সবচেয়ে জঘন্য। সে কারণে ভবিষ্যতে আর বাইডেনের সঙ্গে যেন বিতর্কে অংশ নিতে না হয়, সে জন্য অসুস্থ হওয়ার নাটক করছেন ট্রাম্প।

তবে একই পাতায় আরেক প্রতিবেদনে সিএনএনের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়ার দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তবে সম্পাদকীয়তে ট্রাম্পকে অনেক বেশি অপদস্ত করা হয়েছে। এমনকি ট্রাম্পের করোনা আক্রান্তের খবরকে সুসংবাদ হিসেবেও উল্লেখ করা হয়েছে। এতে করে বাইডেনের নির্বাচিত হওয়ার পথ পরিষ্কার হবে বলে ধারণা ফিলিস্তিন কর্তৃপক্ষের।

 

সূত্রঃ কালের কণ্ঠ