সহস্রাধিক যাত্রী নিয়ে মেঘনার চরে লঞ্চ আটকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রায় সহস্রাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে ‘এমভি শাহরুখ-২’ নামে একটি লঞ্চ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে লঞ্চটি চরে আটকে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

তবে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পূবলী নামে ওপর একটি লঞ্চ আটকেপড়া ওই যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

খায়রুন নেসা নামে এ যাত্রী জানান, প্রায় সহস্রাধিক যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘এমভি শাহরুখ-২’। লঞ্চটি মেঘনার কালীগঞ্জ চ্যানেল যখন অতিক্রম করে, তখনই চালক এর সামনের অংশ ডাঙায় তুলে দেন। গভীর রাত উৎকণ্ঠার মধ্যে কাটে।

তবে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পূবলী নামে ওপর একটি লঞ্চ যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, লঞ্চটি অদক্ষ চালক দিয়ে চালানোর কারণেই তাদের এ দুর্ভোগ। এ ছাড়া ঘটনার পর লঞ্চের কর্মচারীদেরও কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তবে এ ঘটনায় কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।