বুধবার , ২৩ নভেম্বর ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সহযোগীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমন্ত্রণ বাংলাদেশকেও

Paris
নভেম্বর ২৩, ২০১৬ ১:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সহযোগী দেশগুলোকে নিয়ে ৮ জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আইসিসি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে এখনও দেরি।

বলা হচ্ছে, এই টুর্নামেন্ট সম্ভাব্য ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সবুজ সঙ্কেত। কারণ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপটির অনুমোদন এখনও দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

টুর্নামেন্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া ছটি দল হলো- আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং, আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি। বাকি দুই দল হলো নেদারল্যান্ডস ও ওমান।

শেষ দুই দল ২০১৬ বিশ্বকাপে কোয়ালিফাই করে টি-টোয়েন্টি স্ট্যাটাস অর্জন করেছে। সবকিছু ঠিকঠাক হলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারি, দুবাইয়ে।

জানা গেছে, টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তারা টুর্নামেন্টে খেলার ব্যাপারে কোনও সাড়া দেয়নি।

টুর্নামেন্ট আয়োজন হলেও এর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের কোনও সম্পর্ক থাকছে না। আলাদা ভাবেই সহযোগীদের টুর্নামেন্ট আয়োজন করা হবে। -ক্রিকইনফো

সূত্র : বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা