সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম; সর্বোচ্চ উইকেট মোসাদ্দেকের

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সেমিফাইনাল থেকেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের মিশন শেষ করলো বাংলাদেশ। পুরো আসরে চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছে টাইগাররা।

এই চার ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে দলের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন তরুণ স্পিনিং অলরাউন্ডার। তবে এই রেকর্ড কোনো তৃপ্তি বয়ে আনবে না। শেষ পর্যন্ত ব্যাটিং এবং বোলিং ব্যর্থতার অন্যতম এক দৃষ্টান্ত হয়েই থাকবে।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করেন তামিম। পরের ম্যাচে আবারো সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৫ রানে বিদায় নেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে ০ রানে আউট হলেও সেমিতে ভারতের বিপক্ষে ৭০ রান করেন তিনি। আসরে সর্বমোট ২৯৩ রান তার ঝুলিতে। টুর্নামেন্টের ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহকারীদের তালিকায় তৃতীয়স্থানে আছেন তামিম।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী অসাধারণ সেঞ্চুরি করেন সাকিব। ঐ ম্যাচে ১১৪ রানের সুবাদে পুরো আসরে ১৬৮ রান করেন তিনি। তৃতীয়স্থানে আছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। পুরো আসরে সেঞ্চুরি না পেলেও দু’টি হাফ-সেঞ্চুরিতে ১৬৩ রান করেন মুশি।

অষ্টম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের পরিসংখ্যান:

ক্রিকেটারম্যাচইনিংসঅপঃরানসর্বোচ্চগড়১০০৫০
তামিম ইকবাল২৯৩১২৮৭৩.২৫
সাকিব আল হাসান১৬৮১১৪৪২.০০
মুশফিকুর রহিম১৬৩৭৯৪০.৭৫
মাহমুদুল্লাহ রিয়াদ১৩৭১০২*৬৮.৫০
সাব্বির রহমান৫৯২৪১৪.৭৫

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটসম্যানদের মত নিজেদের পুরোপুরিভাবে মেলে ধরতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের বোলাররা। স্বীকৃত বোলারদের সকলেই ব্যর্থ। তাই ৪ পেসার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের ঝুলিতে ২টি করে উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান শিকার করেছেন মাত্র ১ উইকেট। ৩ উইকেট নিয়ে এদের সবাইকে পেছনে ফেলেছেন অফ-স্পিনার মোসাদ্দেক হোসেন।

অষ্টম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশি বোলারদের পরিসংখ্যান :

ক্রিকেটার  ম্যাচ   ইনিংস          ওভাররান উইকেট
মোসাদ্দেক হোসেন ৩১২.২৭৩ ৩
তাসকিন আহমেদ ২ ২১৫.০৯২
মাশরাফি বিন মর্তুজা ৪ ৪৩৪.০১৬০
রুবেল হোসেন ৪ ৪৩০.০১৯১
সাব্বির রহমান ৪ ২২.১২৪