সরকার গঠনের একদিনের মাথায় ৫ সাংবাদিককে গ্রেফতার করলো তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের দৈনিক পত্রিকা ইটিলাট্রোজের পাঁচ সাংবাদিককে গ্রেফতার করেছে তালেবান।

বুধবার এ তথ্য জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক জাকি দরিয়াবি।

দেশটির গণমাধ্যম টোলোনিউজ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে তালেবান তাদেরকে কি কারণে গ্রেফতার করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি গণমাধ্যমটি।

এদিকে, গতকাল মঙ্গলবার দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানে সরকার গঠন করেছে তালেবান। অন্তবর্তীকালীন এই সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দকে। পাশাপাশি তার ডেপুটি হিসেবে কাজ করবেন মোল্লা আব্দুল গনি বারাদার এবং মৌলভী হান্নাফি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন