সরকার ‘অকেজো’ প্রমাণে ফের পাক পতাকা ওড়াল নেত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বারবার পাকিস্তানি পতাকা উড়িয়ে বিতর্কে আসাই তার লক্ষ্য৷ বন্দি করা হয়৷ আবার ছাড়ও মেলে৷ এমনই বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবি ফের পাকিস্তানি পতাকা নিয়ে প্রকাশ্যে৷ তার দাবি, হয় মুসলমান হও নতুবা কাফের হও৷

শুক্রবার পাকিস্তানের জাতীয় দিবস৷ ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অল ইন্ডিয়া মুসলিম লিগের সম্মেলনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল৷ তারই ভিত্তিতে ১৯৪৭ সালে তৈরি হয় দেশটি৷ ফলে পাক জাতীয় দিবস পালনে ব্যস্ত থাকে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী সংগনগুলি৷ দুখতরিন এ মিল্লাত হল তেমনই একটি মহিলা বিচ্ছিন্নতাবাদী সংগঠন৷ এর নেত্রী আসিয়া আনদ্রাবি৷

শ্রীনগরের সংবাদ মাধ্যম ও এএনআই জানাচ্ছে, কাশ্মীরের যে স্থানে পাক জাতীয় দিবস পালন অনুষ্ঠানে উত্তেজক ভাষণ দেয় আসিয়া৷ তখন তার হাতে ছিল পাকিস্তানি পতাকা৷ সে জানায় মুসলমানদের জন্য আদর্শ স্থান হল পাকিস্তান৷ হয় মুসলমান হও নইলে কাফের হয়ে থাকো৷

Kolkata24x7