‘সরকারি কোন কর্মকর্তাদের ঘুষ দিবেন না’ : আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
সাধারণ জনগণের হয়রানি বন্ধে এবং প্রত্যাশিত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিংড়া উপজেলা ভূমি অফিস, থানা, হাসপাতাল ও পল্লী বিদ্যুৎ অফিস সরেজমিনে পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় তিনি অফিস গুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষের খবর নেন।
পরিদর্শন কালে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন সরকারি অফিসগুলোতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা পায় সেলক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সরকারি চাকুরীজীবিদের বেতন ভাতা বাড়িয়ে দিয়েছেন। সাধারণ মানুষ হয়রানি ছাড়া সঠিক সময়ে তাদের সেবা পাবে এমনটাই প্রত্যাশা।
এসময় প্রতিমন্ত্রী বিভিন্ন সরকারী দপ্তরে সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের বলেন, সরকারী কর্মকর্তাদের ঘুষ দিবেন না, আপনার কাজ এমনিতেই হয়ে যাবে।
এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌর সভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

স/অ